০১। অত্র জেলাধীন সকল উপজেলা ও জেলা ম্যাপ পাওয়া যাবে।
০২। অত্র জেলার সকল উপজেলার Basic Information of Road পাওয়া যাবে।
০৩। চলমান সকল উন্নয়নমূলক কাজের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
০৪। অত্র জেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
০৫। অত্র জেলা সকল ইউনিয়ন পরিষদ ভবন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
০৬। অত্র জেলায় বাস্তবায়িত সেচ প্রকল্প সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
০৭। অত্র জেলায় এলজিইডি কর্তৃক বাস্তবায়িত গ্রোথসেন্টার ও হাট বাজারের তথ্য পাওয়া যাবে।
০৮। সরকার কর্তৃক নির্ধারিত ফি জমা দিয়ে প্রয়োজনীয় ল্যাবরেটরী টেষ্ট সম্পাদন করা যাবে।
০৯। নতুন কোন উন্নয়ন মূলক কাজ/পুনঃনির্মাণ কাজ/মেরামত কাজ বাস্তবায়ন সংক্রান্ত নিয়মাবলী সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
১০। অত্র অধিদপ্তরাধীন সড়কে ওয়াসার লাইন, গ্যাস লাইন অথবা বৈদ্যুতিক খুটি স্থাপন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় বিধি বিধান প্রতিপালন সাপেক্ষে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।
১১। শর্ত সাপেক্ষে রোড রোলারের সেবা পাওয়া যাবে (নিজস্ব কাজে ব্যবহার না হওয়ার সময়)।
১২। জরুরী ভিত্তিতে (MMT এর মাধ্যমে) গ্রামীন সড়ক ও অবকাঠামোর ছোট আকারের মেরামতের সেবা পাওয়া যাবে।
১৩। দুস্থ মহিলাদের কর্ম সংস্থানের বিষয়ে প্রয়োজনীয় বিধি বিধান মেনে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।
১৪। অত্র দপ্তরের আওতায় বাস্তিবায়িত/বাস্তবায়নাধীন বিভিন্ন সড়কে “সড়ক নিরাপত্তা” বিষয়ক সড়ক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।
১৫। অত্র দপ্তর থেকে নানা ধরনের কারিগরী ও আর্ত সামাজিক বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ সংক্রান্ত সেবা পাওয়া যাবে।
নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নারায়ণগঞ্জ এর দপ্তরে অন লাইনে প্রাপ্ত সেবা সমূহ নিম্নরূপঃ
০১। e-GP পদ্ধতিতে দরপত্র আহ্বান।
০২। (www.lged.gov.bd) এলজিইডি এর ওয়েব সাইটে জেলা ও উপজেলা সমূহের ডিজিটাল ম্যাপ পাওয়া যায়।
০৩। এলজিইডি এর ওয়েব সাইটে এলজিইডির বিভিন্ন ইউনিটের তথ্য, এলজিইডির কর্মকান্ড যেমন গ্রামীন উন্নয়ন, পানি সম্পদ উন্নয়ন ও নগর উন্নয়ন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।
০৪। ওয়েব সাইটে এলজিইডির সকল সড়ক, সেতু, কালভার্ট, গ্রোথসেন্টার ও ইউনিয়ন কমপ্লেক্স এর তথ্য পাওয়া যায়।
০৫। CPTUএর ওয়েব সাইটে ১ কোটি টাকার উর্দ্ধের কাজের দরপত্র বিজ্ঞপ্তি ও চুক্তির তথ্য পাওয়া যায়।
০৬। এলজিইডির সংশ্লিষ্ট অফিস সমূহের মধ্যে চিঠি ও অন্যান্য ডকুমেন্টস অন লাইনের মাধ্যমে আদান প্রদান করা হয়ে থাকে।
০৭। এলজিইডির ওয়েব সাইটে সকল কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস